আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সরাইল অরুয়াইলের রানিদীয়া গ্রামে অস্থায়ী কাচা বজার বসানো হয়েছে

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

সরাইল অরুয়াইলের রানিদীয়া গ্রামের মানুষ যাতে সামাজিক দূরত্ত বজায় রেখে মালামাল ক্রয় করতে পারে সেই লক্ষ্যে তিন স্থানে অস্থায়ী কাচা বজার বসানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানিদীয়া গ্রামে রানিদীয়া যুব সমাজের উদ্যোগে আজ ১৭ এপ্রিল শুক্রবার দুপুর হতে রানিদীয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তুলা হাটি ও খারবাগ পাড়া ৩ টি স্থানে অস্থায়ী কাচা বাজার বসানো হয়। করেনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বনে ও সামাজিক দূরত্ত বজায় রেখে মালামাল ক্রয় করতে ৩ টি স্থানে এ অস্থায়ী কাচা বাজার ব্যাবস্থা নিশ্চিত করা হয়।

রানিদীয়া গ্রামের যুব নেতারা বলেন অরুয়াইল বাজার টি দুই ইউনিয়নের একমাত্র বৃহৎ বাজার হওয়ায় সেখানে সামাজিক দূরত্ত বজায় রেখে মালামাল ক্রয় করতে অসুবিধা হয় তাই আমাদের গ্রামে এই অস্থায়ী কাচা বাজারের ব্যাবস্থা করেছি। তাছাড়া গ্রামে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের দ্বারা ৩ টি দল গঠন করা হয়েছ ওরা মাঝে মাঝে সমস্থ গ্রাম স্প্রে করে ও প্রতিদিন তদারকি করে যাতে কোন বহিরাগত লোক গ্রামে প্রবেশ করতে না পারে। গ্রামের কোন লোক বাহির থেকে আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারান্টাইন এ থাকার ব্যাবস্থা নিশ্চিত করে এবং করেনা ভাইরাস প্রতিরোধে জনগনের মাঝে সচেতনতা সৃস্টি করে তুলছে ও গ্রামের বিভিন্ন জায়গায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাবস্থাও নিশ্চিত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ