আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদকঃ 

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সারাবিশ্বে এ”রোগে সংক্রমণ হয়ে আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৮২ হাজার ৮ শত ২৩ জন,প্রাণহানি ঘটেছে ১ লক্ষ ৪৫ হাজার লোক। বাংলাদেশে করোনা ভাইরাসেে এ”পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫৭২ জন, প্রাণহানি ঘটেছে ৬০ জন লোক। সরকার করোনা প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় একমাস সরকারি ছুটি ঘোষণা করেছে সরকারি-বেসরকারি ব্যক্তি মালিকানাধীন সহ সকল প্রতিষ্ঠান সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ঘরে থাকার নির্দেশ অনুযায়ী করোনার কারণে কর্মহীন হয়ে বেকার অসহায় অসচ্ছল হতদরিদ্র ধর্ম,বর্ণ নির্বিশেষে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি।
শুক্রবার (১৭ই এপ্রিল) সকাল থেকে ধামরাই কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দির থেকে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ শুরু করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০গ্রাম তৈল, ১ কেজি লবন,১ কেজি আলু, ১টি সাবান ও অন্যান্য সামগ্রী।
এ’সময় উপস্থিত ছিলেন উক্ত মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী দেবেশ রায় মৌলিক, শ্রী অসিত গোস্বামী, যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, সাংগঠনিক সম্পাদক প্রান গোপাল পাল, কোষাধ্যক্ষ রতন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, দপ্তর সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল, স্বর্ণ কমল ধর, সহ সমাজসেবা সম্পাদক ভজন ধর ও অন্যান্য সদস্য- অশোক কুমার পাল (ভম্বল), উত্তম বনিক, স্বপন পাল (মাষ্টার),স্বপন পাল (কালা) ,সাঃসদস্য -দেবাশীষ রায় মৌলিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ কালে শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির কর্মকর্তাগন সম্মিলিত ভাবে বলেন দেশের ক্রান্তিলগ্নে সকলেরই উচিৎ সামর্থ্য অনুযায়ী অসহায় হতদরিদ্র পরিবারের প্রতি মানবিক দিক বিবেচনায় কিছু করা। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করছি আগামীতেও এ’কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে সকলের কাছে আহবান জানাচ্ছি আপনারা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস করুন, নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ