সৌভিক আহসান রিয়ন,
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধি
মানুষ মানুষের জন্য।করোনা মহামারিতে রাজধানীতে কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক খেঁটে খাওয়া মানুষ। এ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে “সেভ দ্যা হিউম্যান” সংগঠন নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা।
ইতোমধ্যে তারা ইউনিভার্সিটির প্রত্যক্ষ অর্থায়নে “ইস্ট ওয়েস্ট বিদ্যা নিকেতন” স্কুলের গরীব ছাত্রছাত্রী, বাড্ডায় অবস্থিত “ডিজেবল ডিফারেন্ট প্রোগ্রাম”, বিশ্ববিদ্যালয়ের পেছনে অবস্থিত আফতাব নগরের বেঁদেপল্লী, রামপুরা, বনশ্রী, বাসাবো, খিলগাঁও, মুগদা, মালিবাগ, মগবাজার, মিরপুর, আজিমপুর ও মতিঝিল এজিবি কলোনিসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পোঁছে দিয়েছে ।যার মধ্য প্রতি প্যাকেটে ছিল
১. চাল ৪ কেজি
২. ডাল ১ কেজি
৩. আলু ১ কেজি
৪. সাবান
৫. পরিবারের সবার জন্যে মাস্ক।
রমজান মাসকে সামনে রেখে আরো ৫০০ পরিবারের মাঝে খাবার ও ইফতার সামগ্রী পোঁছে দেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।শিক্ষার্থীদের এই মহৎ কর্মে সার্বিকভাবে সহযোগিতা করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।