মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)
স্কুলের জমি দখলের অভিযোগ উঠেছে এক ভূমিদস্যুর বিরুদ্ধে।
সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় নওশেদ আলীর ৪ শতাংশ জমি দখলের অভিযোগ সুলতান ও তার বাহিনীর বিরুদ্ধে। জমি দখলের জন্য বৃহস্পতিবার সকালে বাউন্ডারির কাজ শুরু করে সুলতান বাহিনী। নওশেদ আলী জমি দখলের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দখলের কাজ বন্ধ করে দেয়।
নওশেদ আলী জানায় তাদের পৈতৃক জমি বিএস রেকর্ড ও রয়েছে। জোর পৃর্বক জমি দখলের চেষ্টা চালায় সুলতান বাহিনী।
সাভার মডেল থানায় নওশেদ আলী গত ১০ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরী করেন সুলতান এর নামে। ডায়েরী নাম্বার ৫৩২।
জমি দখলের বিষয়ে সুলতান এর কাছে জানতে চাইলে তিনি বলেন ক্রয় সূত্রে জমির মালিক তিনি। তাই আজ সকালে জমিতে বাউন্ডারি কাজ শুরু করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় । তিনি আরও জানায় আগামীকাল দুই পক্ষের কাগজ নিয়ে সরজমিনে বসবেন সাভার মডেল থানার পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন জোর করে কারো জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।