আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে সামাজিক দূরত্ব না মেনেই চলছে কেনাকাটা

 

আব্দুল্লা আল মামুন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা বিশ্বের মতো আমাদের দেশেও লোকসমাগম এড়িয়ে চলতে বলা হচ্ছে বারবার। সাভারে ও এর আছ পড়েছে করোনার । সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে

এইদিকে ১৩ এপ্রিল সাভার উপজেলাকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। রেডিও কলোনি ও এনাম হাসপাতালের পিছনে স্থানান্তর করা হয় হয় সাভার কাচাবাজার। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। পুলিশ প্রশাসন অসহায় হয়ে পড়ছে কতিপয় মানুষের কাছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাভার নামা বাজেরে সব ধরনের বিধি নিষেধ উপেক্ষা করে নিরাপদ দূরত্ব (৩ফিট) বজায় না রেখেই গা ঘষাঘষি করেই কেনা কাটা করতে দেখা যায় মানুষকে। বিক্রেতারা বলছেন সীমিত সময়ের জন্য বাজার খোলা রাখার জন্য ভীড় বাড়ছে যার মাধ্যমে করোনা সংক্রামিত হওয়ার ঝুকি ও বাড়ছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ