আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

প্রজন্ম কালিগঞ্জ এর পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে গরীব অসহায়ের মাঝে উপহার বিতরণ

 

আতিকুল ইসলাম নয়ন কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: 

 

লালমনিরহাট জেলার কালিগঞ্জ
উপজেলার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে গরীব অসহায়েদের ১৫০ পরিবারের মাঝে প্রজন্ম কালিগঞ্জ উদ্যোগে উপহার বিতরণ করা হয়েছে।

সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। তাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তশালীরা ও বিভিন্ন সংগঠন আজ এগিয়ে এসেছে মানবতার সেবায়।

বৃহস্পতিবার ,১৬ এপ্রিল উপহার বিতরণ করেন প্রজন্ম কালিগঞ্জ এর প্রধান সমন্বয়কারী সাকিব মাহবুব মিম।প্রজন্ম কালীগঞ্জের সভাপতি আবিদ হোসেন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রজন্ম কালীগঞ্জের সাধারণ সম্পাদক সাজিদ মাহবুব মেলভিন।
উক্ত উপহার বিতরণ সম্পর্কে মোঃসাদিকুল ইসলাম সজীব ও মোঃ আতিকুল ইসলাম নয়ন বলেন,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ।বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব খারাপ তাই এলাকার শ্রমজীবী,কৃষক হতদরিদ্র দিনমজুরদের জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে উপহার বিতারন কার্যক্রম শুরু করেছি।প্রজন্ম কালীগঞ্জের পক্ষ থেকে অসহায় গরীব মানুষের বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল ২ কেজি আলু ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ ও ১ টি সাবান পৌঁছে দেন।

প্রজন্ম কালীগঞ্জের এ ধারা অব্যাহত থাকবে এই সংকটময় সময়পর্যন্ত,এবং দেশের অসহায় খেটে খাওয়া গরীব মানুষের পাশে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ