আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ব‌রিশা‌লে সামা‌জিক দুরত্ব না মে‌ন চলে সিগারেট বিক্রি : দুইজনকে কারাদণ্ড

 

খান ইমরান , বরিশাল 

ব‌রিশা‌লে সামা‌জিক দুরত্ব না মে‌নে গাদাগা‌দি ক‌রে দুই শতা‌ধিক লো‌কের উপ‌স্থিতি‌তে সিগা‌রেট বি‌ক্রি কার্যক্রম প‌রিচালনা করায় দুইজন‌কে ১ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রে‌ছে জেলা প্রশা‌সনের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট ।
বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা থে‌কে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেটগন নগরের বি‌ভিন্ন স্থা‌নে সামা‌জিক দুরত্ব রক্ষা নিশ্চিত কর‌তে অ‌ভিযান চালান ।

বেলা সাড়ে ১১ টার দি‌কে নগরের পু‌লিশ লাইন রোডে‌ মেসার্স জে আহ‌মেদ অ্যান্ড কোঃ না‌মের এক‌টি সিগা‌রেট কোম্পা‌নির সামা‌জিক দুরত্ব না মে‌নে গাদাগা‌দি করে দুই শতা‌ধিক লোক জ‌ড়ো ক‌রে। জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌ষ্ট্রেট জিয়াউর রহমা‌নের নজ‌রে বিষয়‌টি এ‌লে তি‌নি সেখা‌নে উপ‌স্থিত হয়ে লোকজ‌নের সা‌থে কথা ব‌লে জান‌তে পা‌রে পূর্ব ঘোষনা অনুসা‌রে, ডি‌স্টি‌বিউটা‌রের কাছ থে‌কে সিগা‌রেট নি‌তে এ‌সে‌ছেন বিপনন প্র‌তি‌নি‌ধিরা ।

এরপর অপ্র‌য়োজ‌নীয় দ্রবা‌দিরে জন্য জনসমাগম ঘটা‌নো এবং ভাইরা‌সের ঝু‌কি বৃ‌দ্ধি করায় ‌মেসার্স জে আহ‌মেদ অ্যান্ড কোঃ’র সুপারভাইজার এম নয়ন এবং মোঃ মারুফ হো‌সেন‌কে ১ মাস ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ।

এছাড়া নগ‌রের ব্রাউন্ড কস্পাউন্ড এবং আমতলা মোড় এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এবং আড্ডা দেয়ার কার‌নে ৫ দোকানিকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ