হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সরাইল উপজেলার অরুয়াইল, পাকশিমুল ও চাতলপাড় ইউনিয়নের ২৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অরুয়াইল বাজারে অবস্থিত ইজা ডেন্টাল কেয়ারের সামনে সামাজিক দূরত্ত বজায় রেখে এই খাদ্যসামগ্রী বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ক্যাম্প ইনচার্জ ও জনবান্ধন পুলিশ অফিসার এসআই কামরুজ্জামান।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সাবান, পেঁয়াজ, লবণ তৈল ইত্যাদি।
প্রবাসী আক্কাস আহমেদের পক্ষে ত্রাণ বিতরণের সার্বিক দায়িত্ব পালন করেন সাংবাদিক এম মনসুর আলী।
প্রবাস থেকে মুঠো ফোনে আক্কাস আহমেদ বলেন, মহান আল্লাহ দূর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমি আমার সাধ্যমতো কর্মহারা মানুষের সহায়তা করেছি। রমজানেও অসহায় রোজাদারদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে।