আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে প্রতারক চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় এন ডি বি ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম কোম্পানিতে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামসহ ১২ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা।

এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ভুঁইয়া ন্যাশনাল প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার সিমলা গ্রামের মকবুল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (৩০), মোঃ রশিদের ছেলে মোঃ রায়হান (২৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার দক্ষিণ মাইচ পাড়া গ্রামের বিস্ট পদদের ছেলে জিসু কান্তি দে (২০), রাজবাড়ী জেলার পাংশা থানার বাগদুল গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ আকাশ (২২), দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার জাবারীপুর গ্রামের ধ্রীরেন রায়ের ছেলে প্রদিপ (২১), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুঘা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ মারুফ হোসেন (২৩), একই জেলার বাগমারা থানার সাজুরিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আল আমিন (২২), বরগুনা জেলার আমতলী থানার বালিয়াতলি গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ সোহেল (২৫), টাঙ্গাইল জেলার জেলা থানার ঝাওয়াইল গ্রামের চাঁনের ছেলে আরিফুল (২২), ঠাকুরগাঁও জেলা সদরের দেওগাঁ গ্রামের গনেশ শর্মার ছেলে জয়ন্ত শর্মা (২১), ময়মনসিংহ জেলার ধৌবাউড়া থানার বনিকোপাড়া গ্রামের শেখ সাহাবুদ্দিনের ছেলে মোঃ রায়হান (২০) এবং টাঙ্গাইল জেলার মধুপুর থানার বাশুদেব বাড়ি গ্রামের জোয়াত আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২২)।

তারা সবাই জামগড়া এলাকায় বাসা ভাড়া করে প্রতারণা করে আসছিলো। র‌্যাব জানায়, সুযোগ সন্ধানী অসাধু প্রতারক চক্র বর্তমান সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ পেতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ‘এন ডি বি ইন্টারন্যাশনাল লিমিটেড’ কোম্পানির ব্যানারে প্রতারণা করছে এমন চক্রের খোঁজ পায় র‌্যাব-৪। সেই গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকার ভুঁইয়া ন্যাশনাল প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০৪ জন প্রতারণার শিকার ব্যক্তিকে উদ্ধার করা হয়। সেই সাথে ১২ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

এসময় বিভিন্ন কর্মচারীর ১৫টি রেজিষ্টার, এন ডি বি ইন্টাঃ লিঃ এর ১টি টাকা লেনদেনের রশিদ বই, এন ডি বি ইন্টাঃ লিঃ মার্কেটিং প্রশিক্ষণের ৫০টি বই, এন ডি বি শর্তাবলী ০২ টি এন ডি বি অঙ্গীকার ০২ টি, এন ডি বি আপোষনামা ০৪টি, এন ডি বি গেস্ট লিস্ট ২০টি, একটি করে লাইফ ওয়ে প্রাইভেট বাংলাদেশ লিমিটেড এর টাকা লেনদেনের রশিদ ও মার্কেটিং বই, একটি কম্পিউটার সেট এবং ১২টি মোবাইল সেটসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

র‌্যাব-৪, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এইরকম অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪, সিপিসি-২ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ