রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।