আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রাতের আদারে বাংলা নববর্ষে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিলেন জেলা প্রশাসক

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

 

রাতের আদারে বাংলা নববর্ষে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক।

করোনা ভাইরাস জনিত বর্তমান পরিস্থিতিতে দেশের অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জ জেলাও লকডাউন করা হয়েছে। এ অবস্থায় নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্তসহ অসহায়, অস্বচ্ছল, জনগনের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের প্রথম দিনে সুনামগঞ্জ জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) কর্তৃক যৌথ উদ্যোগে সুনামগঞ্জে অসহায় ও অভাবী মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিলো।

খাদ্য সহয়তার মাঝে হল
৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম পিয়াজ এবং ১টি করে সাবান বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ অদ্য রাত ০৮.০০ ঘটিকায় জেলা সদরের আরপিননগর এলাকায় খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সহকারী কমিশনার, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, জহিরুল আলম, মোঃ সম্রাট হোসেন, এসএম রেজাউল করিম, মোঃ রিফাতুল হক, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মোঃ শাহীনুর রহামন, সহকারী নাজির রেজওয়ানুল হক রাজাসহ বাকাসস, সুনামগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ