মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার কিছু অংশ লকডাউন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী স্থান গুলো পরিদর্শন করে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিন।
জানাযায়, রাজশাহীর বাগমাড়া উপজেলায় করোনা রুগি সনাক্ত হওয়ায় ঐ উপজেলার সাথে যাতায়াতের পথ হিসাবে পারব্রজপুর, ইব্রাহিমনগর, সিংসাড়া, পাইকড়া এবং গজমতখালি ব্রিজ লকডাউন করা হয়। এছাড়া নলডাঙ্গা এবং সিংড়া উপজেলার সাথে জরুরী প্রয়োজন ছাড়া যাতায়াত সিমীত করা হয়েছে।
ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন, দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিপাচ্ছে। যেহেতু পার্শ্বের উপজেলায় এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই সুরক্ষা হিসেরে আত্রাই উপজেলার কিছু অংশে এ ব্যবস্থা নেওয়া হলো।