রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক –
মঙ্গলবার বিকেল ধামরাই উপজেলার করোনা ভাইরাস(COVID-19) এর এ পর্যন্ত নতুন ৮টি নমুনা পরীক্ষা সহ মোট ৫৩টির রিপোর্ট নেগেটিভ এসেছে ।
এ’বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা জানান আমরা ধামরাই উপজেলার বিভিন্ন স্হান থেকে মঙ্গলবার (১৪ই এপ্রিল -২০২০ খ্রীস্টাব্দ) ১লা বৈশাখ -১৪২৭ বঙ্গাব্দ করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহেে ৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো সহ সর্বমোট ৫০টি নমুনা নমুনা পাঠানো পরীক্ষায় ৫৩টি নমুনার রিপোর্টই নেগেটিভ এসেছে।
তাই ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা বলেন আপনারা কেউই আতঙ্কিত হবেন না ভয়ের কিছু নাই। আপনারা শুধু সচেতন হোন, স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া ও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে নিরাপদ রাখুন।