আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুগঞ্জে শেখ হাসিনার উপহার পেল ৮০ চাতাল শিশু

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

জাতির জনক বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শিশু খাদ্য উপহার পেল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার “চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ চাতাল শিশু।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুরে অবস্থিত ওই কেন্দ্রে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার চাতাল শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এসব শিশুখাদ্য তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মেজাম্মেল হক, সহ-সভাপতি আবু আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, সমকালের প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।

চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ জন শিশুকে ২’শ গ্রাম গুড়ো দুধ, এক প্যাকেট বিস্কুট, আধা কেজি সুজি, চিনি আধা কেজি, ডাল আধা কেজি করে প্রদান করা হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শিশু খাদ্য উপহার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযত্ন কেন্দ্রের ৮০ চাতাল শিশুর কাছে পৌছে দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ