আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সাভারে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক

 

নিজস্ব প্রতিবেদক

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছে। সেই চিকিৎসককে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মইনুল আহসান।

ডা. মইনুল আহসান আগামীর সংবাদকে জানান, গতকাল সোমবার (১৩ এপ্রিল) চিকিৎসকসহ ১০ জনের নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) এ পাঠানো হয়েছিলো। পরীক্ষা রিপোর্ট আসলে ১০ জনের মধ্যে ওই চিকিৎসকের কোভিড-১৯ পাওয়া গেছে। তার সংস্পর্শে আসা ডাক্তার-চিকিৎসাকর্মীদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত ৪১ জনের নমুনা আইপিএইচ এ পাঠানো হয়েছিলো তার মধ্যে ৪০ জনের নেগেটিভ ও ১ জনের পজিটিভ এসেছে। আমরা এখন সেই হাসপাতালের চিকিৎসা-কর্মচারিদের কন্ট্রাক্ট ট্রেসিং করছি। কন্ট্রাক্ট ট্রেসিং করে বের করা হবে তার স্পর্শে কারা কারা এসেছে। তাদেরকে আমরা আলাদা করে রাখবো। যারা তার সংস্পর্শে আসেনি তারা কাজ করে যাবে।

তিনি আরও বলেন, যেহতু আক্রন্ত সেই চিকিৎসক গতকাল বিকালেও সেই হাসপাতালের জরুরি বিভাগে কাজ করেছে। তাই জরুরি বিভাগের কক্ষ পরিবর্তন করে অন্য কক্ষে নেওয়া হবে।

এ বিষয়ে আরও জানতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ