আজ ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৩ ইং

ধর্মপাশা মধ্যনগরে ধান কাটার লোক সংকটে কৃষক দিশেহারা

 

আরসাফ উদ্দিন হিল্লোল
ধর্মপাশা উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগরে বছরের এক ফসলি জমি কাটার লোক সংকটে কৃষক দিশেহারা, প্রতি বছর ধান কাটার জন্য বিভিন্ন জেলা থেকে লোক আসত কিন্তু এবছর করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির জন্য ধান কাটার লোক আসতে পারেনি,সেই সাথে ধান কেনার মোকাম বন্ধ ওপর দিকে বাহির জেলার ধান কেনার বেপারির আশার উপর প্রশাসনিক ভাবে নিষেধ করা হয়েছে, যার ফলে ধান কাটা ও বিক্রয় করার উভয় সংকটে সাধারণ কৃষক দিশেহারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ