আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

কাঁচাবাজার রেডিও কলোনী ও এনাম মেডিকেলের পিছনে স্থানান্তর

 

নিজস্ব প্রতিবেদক

সাভারে ক‌রোনাভাইরাস সংক্রমণ ঠেকা‌তে ফুটপাতসহ বিভিন্ন কাঁচাবাজারগু‌লো‌তে সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে ‌বিকল্প ব্যবস্থা নি‌য়ে‌ছে পুলিশ। এ ল‌ক্ষ্যে সোমবার সকালে সাভার বাস স্ট্যান্ডের ফুটপাতের কাঁচাবাজারগু‌লো‌কে রেডিও কলোনী স্কুল মা‌ঠে স্থানান্তর করা হ‌য়ে‌ছে। অন্যদিকে সাভার নামা বাজার কাঁচাবাজার সাভার (এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে) ঈদগাও মাঠে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার অন্যান্য বড় বড় বাজারগুলোতেও সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরেজমিনে ওই বাজার ঘু‌রে দেখা যায়, কাঁচাবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্কুল মাঠে সরিয়ে নিতে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাকারিয়া হোসাইন হ্যান্ড মাইক দিয়ে আগত ক্রেতা-বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছেন। পাশাপাশি ঈদগাও ও স্কুল মাঠে দোকান স্থানান্তর করতে নির্দেশ দিচ্ছেন।

পুলিশ পরিদর্শক জাকারিয়া হোসাইন বলেন, বৈশ্বিক মহামারী প্রতিরোধে প্রধান উপায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা। কাঁচাবাজারগুলোর স্থান সংকীর্ণ হওয়ায় ক্রেতাদের ভীড় লে‌গেই থা‌কে। ফ‌লে বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাঁচাবাজারগুলো এভাবেই চল‌বে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তি‌নি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ