রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক –
ধামরাই উপজেলার কালামপুর বাজার বনিক সমিতির উদ্যোগে উক্ত বাজার সমিতির সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিমের নিজ তহবিল থেকে সপ্তাহব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে নিজ নিজ বাড়িতে অবস্হান করার জন্য কর্মহীন হয়ে পড়া বেকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ই এপ্রিল) ধামরাই উপজেলার বাজার এলাকায় গরীব দুঃখী অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখেন কালামপুর বাজার সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি মোঃ রবিউল করিম। সপ্তাহব্যাপী নিজ তহবিল থেকে সমিতির কর্মকর্তাদের নিয়ে তার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
এ’সময় তিনি বলেন আপনারা সবাই মানণীয় প্রধানমন্ত্রী ও সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ে নিজে নিরাপদ ও সুস্থ থাকুন অপরকে নিরাপদ সেই সাথে সুরক্ষিত রাখুন। সেই সাথে সবাইকে আশ্বস্ত করেছেন আপনারা কেউ খাবারের সমস্যা হবে না।আপনাদের জন্য মানণীয় প্রধানমন্ত্রী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সাথে আমাদের এ”কর্মসূচি অব্যাহত থাকবে।
এ’সময় আরো উপস্থিত ছিলেন কালামপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, সহ সাঃ সম্পাদক মোঃ দুলাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সিকদার রানা ও দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন প্রমূখ।