আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার উপজেলা লকডাউন ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশেপাশের উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ায় সাভার উপজেলা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।

তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। এর সীমান্তবর্তী আমিনবাজার, কাউন্দিয়া, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রীজ, কাশিমপুরসহ আশুলিয়ার ধউর ব্রীজে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্বেচ্ছেসেবকদের লকডাউন করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখিত সাভারের সকল সীমান্ত এলাকা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে৷

তিনি আরো বলেন, আজ থেকে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার সাথে সাভারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাজধানীসহ সাভারের আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ওই সব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাঁদের মাধ্যমে সাভারের লোকজনও করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। এ কারণে সাভারের সাথে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সকল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ১৩ এপ্রিল সকালে তেকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীসংলগ্ন সাভারের আমিনবাজারসহ সাভারের প্রবেশপথগুলোয় পুলিশের পাহারা বসানো হয়েছে। উপজেলা সুরক্ষায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে সাভারের কোন নাগরিক সাভারের বাহিরে ডেতে পারবে না। আর কেউ প্রবেশও করতে পারবেনা। তবে পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন চলাচল করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ