আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নওগাঁয় করোনা সচেতনতায়  জীবাণুনাশক স্প্রে

 

মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

দেশব্যাপী ‘‘কোভিড-১৯’’ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় নওগাঁয় রূপসী নওগাঁর সৌজন্য করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

আজ সোমবার সকাল ১২ ঘটিকায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে জীবাণুনাশক ঔষধ স্প্রে সহ বিভিন্ন কার্যক্রম এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

মহামারির ভয়াবহতা নিয়ে মানুষ এখন দিন কাটাচ্ছেনে আতঙ্কে। কোভিড-১৯ করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খালেদ বিন ফিরোজ ও রূপসী নওগাঁ পরিবারের সদস্য মেহেদী মাহবুব ও রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ হোসেনের নেতৃত্বে বান্দাইখাড়া গ্রামের রাস্তাঘাট ও বাসা বাড়িতে ও বাসা বাড়ির আঙিনায় করোনা ভাইরাস মহামারীর ভয়াবহতা ঠেকাতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এই সময় রূপসী নওগাঁর পক্ষে হতে আরও উপস্থিত ছিলেন আবু তুরাব, হাবিবুর বাসার, আলিফ, রাহুল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ