আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে অযথা ঘুরাঘুরি করায় ৫৬ জনকে জরিমানা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

নোবল করোনা ভাইরাস রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে গতকাল ১২ এপ্রিল চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অযথা বাসা থেকে বের হওয়া, অনেকজনে একসাথ হওয়া, নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং হোম-কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫৬ জনকে ৪২ হাজার ৮শ’ টাকা জরিমানা করে।
চাঁদপুর জেলার বিভিন্ন থানায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভূক্ত দ-বিধি ১৮৬০, সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৫৬টি মামলায় ৫৬ জন ব্যক্তিকে সর্বমোট ৪২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ