হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন নিন্ম আয়ের ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ,তৈল ও সাবান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
আজ ১৩ এপ্রিল রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইলের ” ভাই ব্রাদার্স টিম” র উদ্যোগে অরুয়াইল ইউনিয়নের কর্মহীন নিম্ন আয়ের প্রায় ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। বিতরণ করা হয়।
যাদের অার্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তারা হলেন অাল মাসুম,সাগর,প্রবাসী কামরুল ইসলাম বিপু, প্রবাসী গাজী জহির, গাজী জুয়েল, আলমগীর, মোবারক, আনোয়ার,সুমন,
সাইফুদ্দিন সাদ্দাম, প্রীতম ও সঞ্জয় রায়
“ভাই ব্রাদার্স টিম ” র খাদ্য সামগ্রী যারা অক্লান্ত পরিশ্রম করে অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন তারা হলেন তাজিমুল,জাহিদ, শুভ্র, জোবায়ের,সাকিব,তানভির, গাজী শাহিন, বাদশা, আরিহান জিবান, পারভেজ, মোজাহিদ ও আনন্দ।
সংগঠন নেতা আল মাসুম বলেন অসহায় কর্মহীন জনগোষ্ঠীর মাঝে আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। পাশাপাশি সংগঠনের পক্ষে স্বাস্থ্য বার্তা সমূহ পালন ও সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান।