আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

সাতশত পরিবারের দায়িত্ব নিলো রকি

 

প্রিন্স ঘোস

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে সাড়া বিশ্বে। লকডাউন করা হয়েছে অনেকে দেশ । ব্যতিক্রম হয়নি বাংলাদেশের ক্ষেত্রেও । বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে থমকে গেছে জন জীবন। সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদে। আহাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর “হাজী আব্দুল আহাদ” সাহেব এর ছেলে মোঃ হামিদুল্লাহ হামিদ রকি বেশ কিছুদিন ধরে সাভার, নবীনগর, পল্লীবিদ্যুৎ ও বাইপাইল এলাকায় অসহায় দরিদ্র প্রায় ৭০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।এই ব্যপারে মোঃ হামিদুল্লাহ হামিদ রকি দৈনিক আগামীর সংবাদকে বলেন, ‘দেশের এই দুর্দুনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার দায়িত্ব আর সেই দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া। ত্রান পাওয়া এক গার্মেন্টস কর্মী রজিনা বেগন দৈনিক আগামীর সংবাদকে জানান,করোনাভাইরাসের কারনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয় রোজগার একেবারে নেই বললেই চলে । তাই এই ত্রান পাওয়াতে তাদের অনেক উপকার হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ