আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

একশ পরিবারের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিল সংঘ

 

প্রিন্স ঘোস

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উন্নত অনেক দেশ এখন পুরোপুরি লকডাউন এ রয়েছে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও । বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে থমকে গেছে জন জীবন। সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সরকারি এবং বেসরকারি ভাবে অনেক প্রতিষ্ঠান তাদের এই দূর্দিনে হাত বাড়িয়ে দিয়েছে। সংঘ সাহায্যের এক অঙ্গীকার ১২ এপ্রিল রোজ রবিবার ধামরাই, শ্রীলামপুর এর কৃষ্ণ নগর গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী তুলে দিয়েছে ১০০ পরিবারের মাঝে। আজ সকাল দশ ঘটিকায় ধামরাই, শ্রীলামপুর এর কৃষ্ণ নগর গ্রামে ত্রান বিতরনের এই কার্জক্রম চালানো এ সময় উপস্থিত ছিলেন সংঘ পরিবার এর সদস্যরা এবং পিপীলিকা ফাউন্ডেশন ।। এই ব্যপারে সংঘ সাহায্যের এক অঙ্গীকা্রের সাবেক সভাপতি সানি রহমান সাব্বির দৈনিক আগামীর সংবাদকে বলেন, ‘’দেশের এই পরিস্থিতিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এক জন আরেক জনের পাশে দাঁড়াতে হবে তবেই করোনাভাইরাস নামের এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব’’। তিনি আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোঁয়ার অভ্যাস তৈরি করা জরুরী তাই তারা সবাইকে একটি করে সাবান দিয়েছেন।যারা তাদের এই কার্যক্রমে সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। ত্রান পাওয়া আনিসুর রহমান জানান,করোনাভাইরাসের কারনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয় রোজগার অনেক কমে গিয়েছে , যা ইনকাম করে তাতে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই এই ত্রান পাওয়াতে তাদের অনেক উপকার হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ