আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গোদাগাড়ীতে দুটি গ্রামকে লকডাউন করল এলাকাবাসী

 

মোঃ ইসহাক, গোদাগাড়ী(রাজশাহী):

 

রাজশাহীর গোদাগাড়ীতে সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থানীয় সচেতন এলাকাবাসী নিজেরাই দুটি গ্রাম প্রবেশপথ বন্ধ করে লকডাউন ঘোষণা করেছে। শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে পথগুলোতে তারা পাহারা বসিয়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হওয়া ও এলাকার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। গোদাগাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের সিএন্ডবি আঁচুয়া তালতলা থেকে গড়েরমাঠের গ্রামের শেষ পর্যন্ত প্রায় ৭০ টি ঘরসহ সড়ক ও গোদাগাড়ী পৌরসভার সামনে শ্রীমন্তপুর গ্রামকে লকডাউন করে দিয়েছে এলাকাবাসী।উপজেলার এলাকায় সচেতন এলাকাবাসী রাস্তার প্রধান গেটে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া নতুন কেউ গ্রামে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। গ্রামের বাইরে থেকে ভেতরে প্রবেশের সময় বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।এর ফলে আজ থেকে কোনো প্রকার ভ্যানগাড়ি, অটো ভ্যানগাড়ি, ইজিবাইকসহ কোনো ভারি যানবাহন প্রবেশ করতে পারবে না পৌর শহরে। এ ছাড়া প্রয়োজন ছাড়া কোনো পৌরবাসী বাজারে নভ আসতে উদ্যোক্তা গড়েরমাঠ আদর্শ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ শাহীন বলেন,আসলেই আমরা সকলে সচেতন না হলে এই মহামারী প্রতিরোধ করা সম্ভব না। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজটি করেছি।আশা করি অন্যান্যরাও নিজেদের উদ্যোগে এমন কাজ করবেন। তবে জরুরী প্রয়োজনে আইন শৃংখলাবাহিনী,এ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিসের গাড়ী যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করা আছে।এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন,এটা খুব ভাল কাজ কিন্তু সড়কে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এটি করা উচিৎ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ