আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

স্পেশাল রেসপন্স টিম’ নিয়ে মাঠে রাজশাহী পুলিশ সুপার

 

মোঃ ইসহাক,গোদাগাড়ী প্রতিনিধি :

 

করোনাভাইরাস ঠেকাতে রাজশাহী ‘লকডাউন’ ও স্বাস্থ্যবিধি পরিস্থিতি দেখতে ও মানুষকে সচেতন করতে মাঠে নেমেছেন রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। শনিবার সকালে তিনি মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘স্পেশাল রেসপন্স টিম’কে সাথে নিয়ে গোদাগাড়ী থানার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ সাধারণ জনগনের সাথে কথা বলেন। তিনি জনসাধারনকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টিান সঠিকভাবে মেনে চলার আহবান জানান। পাশাপাশি বিশেষ প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যেতে এবং কোন ধরনের গুজবে কান না দেবার পরামর্শ প্রদান করেন।
এ সময় তিনি আরও বলেন, জরুরী ভিত্তিতে দ্রুত সাড়াপ্রদান ও বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টিান মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশে ‘স্পেশাল রেসপন্স টিম’ নামক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
রাজশাহীতে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৭০ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫২ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ