আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

বিয়ের প্রলোভনে নারীকে একযুগ ধরে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার  আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩২) প্রায় একযুগ ধরে ধর্ষণের অভিযোগে মানিক হাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক হাজী (৫৫) আশুলিয়ার বুড়ি বাজার এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, পেশায় বিউটিশিয়ান ওই নারীকে প্রায় ১০-১২ বছর পূর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক গড়েন মানিক হাজী নামে এক ব্যক্তি। এরপর থেকে ওই নারীকে ধর্ষণ করে আসছিল মানিক। এঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, গোপনে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েই এতদিন ধরেই তাকে ধর্ষণ করে আসছিল নারীলোভী মানিক। মানিক এর আগেও পলি নামে আরো এক নারীকে জিম্মি করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নারী লোলুপ্ত মানিকের রয়েছে একাধিক স্ত্রী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, ধর্ষণের মামলায় মানিক হাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ