আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে করোনা সন্দেহে ২৯ জনের নমুনা পরীক্ষায় সবাই সংক্রমণ মুক্ত

 

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক:

ধামরাইয়ে শ্বাস কষ্ট জনিত রোগে এক বৃদ্ধে মৃত্যু,নমুনা পাঠানো হয়েছে আইইডিসিসিআর lএ পর্যন্ত ২৯ জনের নমুনা পরীক্ষা শেষে পাওয়া যায়নি করোনাভাইরাস ( কোভিড-১৯) এর সংক্রমন। শনিবার ( ১১ই এপ্রিল) ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুর রিফাত আরা জানান গত কয়েক দিনে একজন ৮২ বছরের বৃদ্ধের মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ সহ মোট ২৯ জনের নমুনা আইইডিসিআর এ পাঠানোর পর প্রাপ্ত রির্পোটের ফলাফল নেগেটিভ অর্থাৎ করোনাভাইরাস ( কোভিড-১৯) এর কোন সংক্রমন পাওয়া যায়নি।করোনা ভাইরাস প্রসঙ্গে ডাঃ নুর রিফাত আরা বলেন ধামরাই উপজেলায় এখনো কোন করোনাভাইরাস( কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত রোগী সনাক্ত হয়নি। ডাঃ নুর- আরো বলেন ধামরাইয়ে বিদেশ থেকে আসা ১০৫ জন হোম কোয়ারেন্টে রয়েছে। তিনি বলেন ক্যাম্পাসে রোগীদের আসা যাওয়া এটা সুস্থ্য মানুষের জন্য নিরাপদ নয় বলেন। আপনারা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকুন সুস্থ নিরাপদ থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে নিরাপদ সুরক্ষিত রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ