ধর্মপাশা উপজেলা প্রতিনিধি:
ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতার লক্ষ্যে বিগত ২৫ মার্চ থেকে গ্রামে গ্রামে মাস্ক,সাবান সহ প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করে আসছেন তরুণ উদ্যোগতা দেবাশীষ তালুকদার,দীপাল তালুকদার, পলাশ তালুকদার। আজ মধ্যনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রত্যেকটি পাড়ায় এই কার্যক্রম করেন,এই কার্যক্রমে উপস্থিত ছিলেন দেবাশীষ তালুকদার, দ্বীপাল তালুকদার, সুবল পাল,পলাশ তালুকদার, লক্ষন দাস,বিশ্ব্যজিৎ দাস।দেবাশীষ তালুকদার বলেন বিগত ২৫শে মার্চ থেকে শুরু করেছি এই কার্যক্রম চলমান থাকবে,দীপাল তালুকদার বলেন আমাদের এই কার্যক্রম যাতে করে অত্র এলাকার মানুষের মাজে সচেতনতা বৃদ্ধি করা সহ তরুন যুবকদের আহবান জানান তারাও যেন নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার কাজ করেন।