আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলমুসলিম গ্রুপের পিপিই হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

 

করোনা ভাইরাস পৃথিবীর প্রায় ২১০ দেশে মানুষের প্রান কেড়ে নিয়েছে। গত তিন মাস আগে চীনের উহান প্রদেশে থেকে বিস্তার শুরু হয় মৃত্যুর মিছিল। যেন দিন দিন বেড়েই চলেছে। করোনা ভাইরাস থেকে বাচতে পারেনি ধনি গরীব, ডাক্তার, নার্স, স্বাস্থকর্মী। বাংলাদেশ সরকার গত তিন মাস আগে থেকেই দেশবাসীকে সর্তক করে আসছে করোনা ভাইরাস এর ভয়ংকর আক্রমণ এর বিষয়ে। বাংলাদেশের মানুষদের কে মাননীয় প্রধানমন্ত্রী বার বার আহবান জানাচ্ছেন আপনারা ঘরে থাকুন।

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারকে সাহায্য করুন যার যার অবস্থান থেকে। তার ধারাবাহিকতায় সাভার উপজেলায় কর্মরত ডাক্তারের সুরক্ষার জন্য এগিয়ে এসেছেন বাংলাদেশের বৃহৎ শিল্প কারখানা আলমুসলিম গ্রুপ। শনিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মিদের জন্য পিপিই, গ্লাভস, মাস্ক সরবরাহ করে। সরবরাহ কৃত মালামাল গ্রহন করেন সাভার উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।

আলমুসলিম গ্রুপের মার্কেটিং কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, সরকারকে সহযোগীতা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে পিপিই, গ্লাভস, স্যানিটাইজার,মাস্ক সরবরাহ করা হয়। আগামীতে আলমুসলিম গ্রুপ এই ধরনের সহযোগীতা অব্যাহত রাখবেন বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ