আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

রাজশাহীতে কোয়ারেন্টাইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করায় চার যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সেই সাথে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না থাকার দায়ে দুইজনকে জরিমানা করা হয়। এছাড়াও ভিন্ন ভিন্ন শহর থেকে আসা ৯ জন শ্রমিকে কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দেন নির্বাহী মাজিস্ট্রেট।

শুক্রবার বিকাল ৫ টায় নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার সেনাবাহিনীর সদস্যদের সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক। উপজেলার রেলগেট বাইপাস, কদমহাজির মোড়, সুলতানগঞ্জ,জাহানাবাদ,সারাংপুর গ্রাম ছাড়াও গোদাগাড়ী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্ত ব্যাক্তি হলেন গোদাগাড়ী ইউনিয়নের মাধবপুর গ্রামের লতিফুর রহমানের ছেলে হযরত আলী। কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করায় তাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া কদমহাজির মোড় এলাকার তিন যুবককে কোয়ারেন্টাইন না মেনে চলার দায়ে দুজনকে ১ হাজার ৫ শত করে ৩ হাজার ও একজনকে ২ হাজার টাকা, এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুইজনকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বলেন, গোদাগাড়ী এলাকায় অধিকাংশ লোক ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসে কোয়ারেন্টাইন না মেনে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে অবাধে চলাফেরা করছে। এদের মধ্যে তিন যুবককে জরিমানা করা হয়। এবং এ রকম ১০ টি বাড়িতে খবর নিলে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক জানান, উপজেলার মাধবপুর গ্রামে হযরত আলী ও তার বড় ভাই মিজানুর রহমান গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়ী আসে তারপর তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা ছিল। কিন্তু তারা না মেনে ইচ্ছে মতো বাইরে চলাফেরা করছিলেন। কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় এক ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ