আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

শায়েস্তাবাদে সরকারি ত্রান সামগ্রী বিতরণ

 

খান ইমরান :

 

বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ আরিফুল জামান মুন্না নিজে উপস্থিত থেকে তার ৯ টি ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ৩৪০ পরিবারের মাঝে ১২০ কেজি চাল ও ৩৫০ জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরন করেছে । এ ওয়ার্ড গুলো হলো দক্ষিণ চরআইছা, চরআইছা, হবিগন্জ, চুরামন, পানবাড়িয়া, কামারপাড়া, রাজাপুর, আটাঝারা, হায়সার । তিনি বেকার, অটো রিকশা, রিকশা চালক এবং অসহায় গরিব দুঃখিদের মাঝেও নিজ অর্থায়নেও চাল বিতরন করেছে বলে জানা গেছে ।

গত বৃহস্পতিবার,শুক্রবার (৯,১০ এপ্রিল ) সকাল থেকেই তার ইউনিয়ন চত্ত্বরের মাঠে বসে এ ত্রান সামগ্রী বিতরন করা হয় এবং আজ শনিবারও একই ভাবে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে ।

উল্লেখ , সারাদেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় হয়েছে । যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছেন প্রধানমন্ত্রীর নিদের্শমত সেই সকল কর্মহীন লোক (যেমন- ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার) যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় তাদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা প্রদানের চেষ্টা চালাচ্ছেন এ চেয়ারম্যান । এ নিয়ে তিনি আরও বলেন, সরকারের মত সমাজের উচ্চশ্রেণীর ধনীরা মানুষের সেবায় এগিয়ে আসতে পারলে বর্তমান সময়ের আতঙ্কিত করোনা ভাইরাস থেকে দেশকে রক্ষা করা যাবে । তাই প্রত্যেকের জায়গায় থেকে এগিয়ে আসার কথাও বলেন তিনি ।

প্রসঙ্গ ,গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সোয়া ১৬ লাখের বেশি। মারা গেছেন প্রায় ৯৬ হাজার মানুষ। তবে সাড়ে ৩ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২৪। মারা গেছেন ২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ