আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

দোয়ারাবাজারে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে খাদ্য বিতরণ

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজারে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত ৬০ নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। ১০তারিক সকালে দোয়ারাবাজার থানা কম্পাাউন্ডে এই মানবিক সহায়তা বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম বলেন সমাজের বিত্তশালী মানুষদের প্রতিও এই বৈশ্বিক সংকটের মধ্যে যার যার অবস্থান থেকে সামর্থ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো মিজানুর রহমান বিপিএম বলেন “আমাদের ইচ্ছা রয়েছে সুনামগঞ্জ সকল নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে এই সহায়তা পৌছে দেওয়ার। কিন্তু সাধ থাকলেও আমাদের সাধ্য সীমিত। তাই আমরা খুঁজে খুঁজে এমন কিছু মানুষের মধ্যে আজ এই সহায়তা প্রদান করেছি যারা অধিক কষ্টে আছেন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, “করোনাভাইরাস বিশ্ব মহামারী। পৃথিবীর বহু দেশ আজ বিপর্যস্ত হয়ে পড়েছে এই ভাইরাস সংক্রমনের কারনে। বহু মানুষ প্রান হাড়িয়েছেন। আর এই মহামারী থেকে নিজেদের রক্ষার একমাত্র উপায় সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা। তাই আমি সকলের প্রতি অনুরোধ করবো আপনারা ঘরে অবস্থান করুন, পরিবারকে সময় দিন। পরিবারকে, সমাজকে, দেশকে এই মহামারী ভাইরাস থেকে রক্ষা করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ