আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গরুর দুধ কল দিলে বিনামূল্যে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ঘরে পৌঁছে যাবে – মোশাররফ খাঁন

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

মরণ ব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় হাটে বাজারে জনসমাগম ঠেকাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন আশুলিয়া ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান। আশুলিয়া ইউনিয়নে পতিটি ওয়ার্ডে গর্ভবতী মা ও শিশুবাচ্চাদের জন্য গরুর দুধ প্রয়োজন কিন্তু লকডাউনের কারনে ব্যবস্থা করতে পাচ্ছেন নাহ আমার সাথে যোগাযোগ করলে আমার নিজ ফার্ম থেকে বিনামূল্যে বাসায় গরুড় দুধ পৌছিয়ে দিবো। হাজী মোশারফ খান বলেন মধ্যবিত্ত/ নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর যে কেউ কর্মহীন মানুষকে এ সেবা দিতে ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে।

হাজী মোশারফ খান আরো বলেন, আশুলিয়া এলাকায় বহু মধ্যবিত্ত/নিম্ন বিত্ত ম্নুষ রয়েছেন যারা ঘরবন্দী হয়ে এখন কর্মহীন। তারা কোথাও সহায়তাও সংকটে চাইতে পারছেনন না। তাদের পাশে দাড়াতে এ সহায়তা নিয়ে আমরা প্রস্তুত। তিনি সকলকে করোনা মোকাবেলায় ঘরে অবস্থানের অনুরোধ জানিয়ে বরেন, আমাকে মোবাইলে কল দিবেন কেউ জানবে না, কেউ কিছু বুঝবেনা বাসায় দ্রব্য গরুড় দুধ পৌঁছে যাবে ।
কল করুন নিচের নম্বরে-01812656530

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ