আতিকুল ইসলাম নয়ন কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে কালীগঞ্জে থানায় আনসার বাহিনী দোকানে গিয়ে গিয়ে দোকান বন্ধ করার অনুরোধ করছে।১টার পরে কোন দোকান খোলা থাকবে না এই প্রতিশ্রুতি আনসার বাহিনী আজ রাজপথে ছোট বাজার এগিয়ে দোকান বন্ধ করছে। ভাইরাস প্রতিরোধী গ্রামের মানুষদের সচেতন করার জন্য মাক্স ব্যবহার করতে বলছে আনসার বাহিনী।।
এসময় আনসার বাহিনীর কমান্ডর মুখলেসুর রহমান জানান এই কার্যক্রম চলতেই থাবে।।