আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইল উপজেলা ভাইস- চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফের নিজ অর্থায়নে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিন্ম আয়ের ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়েছে।

আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার পানিশ্বর শান্তিনগড় বাস স্ট্যান্ড মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাকী ৩০০ পেকেট সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের অসহায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য তার কর্মীদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে পাটিয়ে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসা,অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস- চেয়ারম্যানের বাবা মোঃ ইদ্রিস আলী মাস্টার, সরাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম রিপন প্রমুখ।

ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ সরকারের নির্দেশনা মেনে চলার জন্য উপজেলাবাসীকে সবিনয় অনুরুদ জানান। পাশাপাশি স্বাস্থ বার্তা সমূহ যেমন সাবান দিয়ে হাত ধোয়া, হাচি কাশিতে মূখ কাপড় দিয়ে ঢেকে রাখা,মাসৃক পড়া,পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও পরিস্কার কাপড় পরিধান করা,সামাজিক দূরত্ত বজায় রেখে চলা ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার উদাত্ত আহবান জানান। তিনি আরও বলেন পবিত্র শবে বরাতে আল্লাহর কাছে করোনা পরিস্থিতিতে দেশ বাসীকে হেফাজত করার জন্য সকলে দোয়া করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ