আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ঘরে ঘরে উপহার পৌঁছে দিচ্ছে ছবিঘর

 

প্রিন্স ঘোষ

করোনাভাইরাস মহামারী ঠেকাতে লক ডাউন করা হয়েছে বিশ্বের অনেকগুলো দেশ । ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও। কিন্তু অনেকেই বের হচ্ছে বাসা থেকে কারণ অনেকেই বলছে বাসায় থাকতে আর ভাল লাগছে না । তাই ছবিঘর একটি অভিনব উপাইয়ের কথা চিন্তা করেছে। তারা সবার বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে কিছু উপহারের প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল একটি করে লুডু বোর্ড, সাবান, বাসায় টিস্যু দিয়ে বানানো একবার ব্যবহার্য মাস্ক,তসবি, গীতা ও একটি চিঠি। সনাতন ধর্মাবলম্বীদের জন্য গীতা ও ইসলাম ধর্মাবলম্বীদের তসবি।
ছবিঘরের স্বেচ্ছাকর্মী সাকিব দৈনিক আগামীর সংবাদকে জানান, তারা সবার বাসার বাইরে চিঠিসহ একটি উপহারের প্যাকেট রেখে আসে। তিনি আরো জানান, প্রথমত নিজেদের চেনা মানুষদেরকে উপহার দিয়েছে তারা এবং পরবর্তীতে সাধারণ মানুষদের দিয়েছে।
ছবিঘরের নেদারল্যান্ডস প্রতিনিধি ফোনযোগে দৈনিক আগামীর সংবাদকে জানায় মানুষ এখন এতোটাই ব্যস্ত হয়ে পরেছে যে পরিবারকে সময় দিতে পারে না , খারাপ সময় হলেও এখন করোনাভাইরাসের কারণে দিনে বেশির ভাগ সময় এখন পরিবারের সাথে থাকা হচ্ছে সবার। তাই সময় আমরা লুডু উপহার দিয়েছি যাতে পরিবারের সবাই একসাথে সময় কাটাতে পারে, এতে পারিবারিক বন্ধন আরো বৃদ্ধি পাবে।
ছবিঘরের আরেক সদস্য রাহাত বিন এনাম বলেন, মানুষ স্রষ্টাকে ভুলে যাচ্ছে তাই এই সময়টায় যাতে মানুষ সৃষ্টিকর্তাকে স্বরণ করতে পারে তাই সবাইকে গীতা আর তসবি দিয়েছে। তিনি আরো বলেন, বাসায় টিস্যু দিয়ে বানানো একবার ব্যবহার্য মাস্ক দিয়েছে সবাইকে কারন এই সময় একবার ব্যবহার্য মাস্কগুলো বেশি উপকারি আর সেটা যে খুব সহজে বাসায় বানানো যায় সেটাই দেখানো উদ্দেশ্য ছিল।
উপহার পাওয়া সবাই তাদের এই কার্যক্রমের প্রশংশা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ