আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

ছাত্রলীগ নেতা মিশুর ব্যতিক্রমী কার্যক্রম

 

প্রিন্স ঘোষ

করোনাভাইরাস মহামারী ঠেকাতে লক ডাউন করা হয়েছে বিশ্বের অনেকগুলো দেশ । ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও। সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৭টা থেকে ১২ টা পর্যন্ত সকল কাঁচাবাজারসহ দোকান খোলা থাকবে, ,এই সময়ের মধ্যেই সবাইকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতেও বারণ করা হয়েছে। কিন্তু অনেকেই প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হয় এবং অনেক রিকশাও চলাচল করে। এই পরিস্থিতিতে ছাত্রলীগ নেতা রাজিম ভূঁইয়া মিশু কিছু স্বেচ্ছাসেবী ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে সাভার বাজার রোডে রিকশা চলাচল যাতে সীমিত থাকে তার প্রচেষ্টা করছে। যারা অপ্রয়োজনে বাসা থেকে বের হচ্ছে তাদের করোনা ঝুঁকি সম্পর্কে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানোর কাজটিও করছেন সাভার বাজার রোডের পরিচিত মুখ মিশু। খুব প্রয়োজনে যারা বের হচ্ছে তাদেরকে জীবাণু নাশক স্প্রে করতেও দেখা গেছে স্বেচ্ছাসেবকদের। স্বেচ্ছাসেবক জয় দৈনিক আগামীর সংবাদকে বলেন, এই কার্যক্রম চালিয়ে যাবেন কারণ এই পরিস্থিতিতে সচেতন হওয়া এবং বাসায় থাকাটা সবচাইতে জরুরী তাই সবাইকে বাসায় থাকা নিশ্চিত করতেই তাদের এই কার্যক্রম।
এই ব্যাপারে রাজিম ভূঁইয়া মিশু বলেন, দেশের এই পরিস্থিতিতে, করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে একমাত্র উপায় হলো সকলকে নিজ নিজ বাসায় অবস্থান করা। সাভার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব মঞ্জরুল আলম রাজীব, সার্বক্ষণিক সাভারবাসীর খোঁজ খবর রাখছেন। সরকারী ত্রাণ তহবিল থেকে ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ তাছাড়াও সাভার উপজেলার মধ্যবিত্ত পরিবারগুলোকে খাদ্য সহযোগিতার জন্য একটি হটলাইন নাম্বার দিয়েছেন। এই হটলাইনে যিনি ফোন করবেন তার পরিচয় গোপন রেখে সেচ্ছাসেবীরা উনার ঘরে খাবার পৌঁছে দিয়ে আসবেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও ঘরে থাকার জন্য নির্দেশ রয়েছে।একান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না। কিন্তু অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে । তাই উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জরুল আলম রাজীব এর নির্দেশনায় তারা ব্যাংককোলনী ও বাজার রোডে মানুষকে সচেতন করা ও ঘরে ফেরানোর কাজ করে যাচ্ছে।
পথচারীরা ও এলাকাবাসি মিশুর এমন কার্যক্রমের সুনাম করে বলে সাভারকে করোনাভাইরাসের প্রকপ থেকে মুক্ত রাখতে তার মতো সবাইকেই কাজ করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ