আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম

 

মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ

দেশে চলছে মহামারি করোনার ক্রান্তিকাল। উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন টিনের এক ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে ৭০বছর বয়সী এক বৃদ্ধা রুপভানের।সংবাদ পেয়ে মর্মাহত হন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইনলাম। বুধবার সকালে নিত্যপণ্য নিয়ে হাজির হন অসহায় অন্ধ বৃদ্ধা বাড়িতে

উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, সবাইকে ঘরে থাকতে বলছি। কারণ অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। শুধুমাত্র আপনারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের দেশে এই ভাইরাস মহামারি আকার ধারন না করে।
অন্ধ বৃদ্ধা রুপভান বলেন, বুধবার সকালে ইউএনও স্যার আমায় চাল, ডাল, আলু দিয়ে গেল। নিজের অসহায়ত্বের কথা জানালাম। ঘরে এখন প্রায় ২০-২২ কেজি চাল হয়েছে । তিনি আমার অসহায়ত্ব দেখে একটি বাড়ি করে দিতে চাইলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ