আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুর বিষ্ণুপুরে ২ হাজার পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তার উদ্যোগ

 

 

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

 

দেশব্যাপি নোবেল করোনা ভাইরাস সংক্রমণ সংকট মোকাবেলায় চাঁদপুর সদরের উত্তরে বিষ্ণুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৬টি গ্রামে ২ হাজার গরীব, অসহায় কর্মহীন ভাবে ঘরে বসে দিন অতিবাহিত করছেন। এমন ২ হাজার পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, স্থানীয় সর্বদলীয় সামর্থ্যবান ব্যক্তি ও ব্যবসায়ীগণ।

৬ টি গ্রামের মধ্যে রয়েছে খেরুদিয়া, প্রজাপর্দ্দি ,সারংদি, সুগন্ধি ,হাসাদী ও লালপুর গ্রামের অংশবিশেষ নিয়ে কর্মজীবী অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবার এ বিশেষ উদ্যোগ গ্রহণ করে করা হয়।

গতকাল ৭ এপ্রিল বিকেল পাঁচটায় খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজ মাঠে গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও দলমত নির্বিশেষে কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেয়।

স্থানীয় নেতৃবৃন্দ ও দলমত নির্বিশেষে ব্যবসায়ীগণের সহায়তায় ও সরকারি সহায়তাকে সম্বন্বয় করে এলাকার এ ২ হাজার পরিবারকে খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে। ১১-১২ তারিখ থেকে এ কার্যক্রম চালু করা হবে ।

চাঁদপুর জেলা প্রশাসনের ‘ ত্রাণ যাবে বাড়ি ‘ এ প্রকল্পকে অনুসরণ করে দেলোয়ার হোসেন হাই স্কুল ও কলেজের কক্ষে খোলা হবে ত্রাণ ভান্ডার।
একটি হট লাইনের মাধ্যমে যে কোনো কেউ চাইলে ওখান থেকে স্থানীয় সমাজসেবীরা বাড়ি পৌঁছে দেবে ঐ সহায়তা। এছাড়াও তাদের চিহ্নিত গরীব ও অসহায় কর্মজীবিদের বাড়ি বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলেন আবদুল আজিজ খান বাদল।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মন্টু খান, মো.নঈম খান, মো.কাজল জমাদার , ওয়াসীম জমাদার, নুর হোসেন সরকার, মোহাম্মদ আলী বকাউল, মো.আরিফুর রহমান ও আজাদ খান প্রমুখ ।

স্থানীয় নেতৃবৃন্দ করোনা সংকট মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য নীতি মেনে নিজের ঘরে থাকার আহ্বান জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ