আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

সাভারে ৯ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক

 

সাভারেরে তাবলীগ জামাত ফেরত ১১ জনের ৯ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলো লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন।

পুলিশ জানায়, গতকাল (৭ এপ্রিল) সিলেট থেকে তাবলীগ জামাত শেষ করে ওই এলাকার তাদের বাসায় আসেন। পরে বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলো লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন। অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার দাবার পৌছে দেয়া হবে বলে জানা যায়। সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় ৭টি বাড়ি এবং ২নং ওয়ার্ড সুতার নোয়াদ্দা এলাকায় একটি বাড়ি এবং ব্যাংককলোনী ৫নং ওয়ার্ডে ১ টি মোট ৯ টি বাড়ি লকডাউন করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, স্থানীয় জনগনের খবর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৯ টি বাড়ি লকডাউন ঘোষণা করেন স্থানীয়রাসহ কাউন্সিলর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ