আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই বড় বাজার তরঙ্গ ক্লাব এর উদ্যোগে করোনা রোধে নানা কর্মসূচি

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক

মরনব্যাধী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমনের আতন্কে দিশেহারা সারাবিশ্বের মানুষ।
এ’পর্যন্ত সারা বিশ্বের ১৪ লাখ প্রায় করোনাভাইরাস এর সংক্রমণে আক্রান্ত। এর মধ্যে ৮২ হাজারেরও বেশী লোক নিহত হয়েছেন।
ঐতিহ্যবাহী তরঙ্গ ক্লাব এর সভাপতি ডাঃ অজিত কুমার বসাক ও সাধারণ সম্পাদক- সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) ক্লাবের সকল সদস্যবৃন্দকে এই দুর্যোগ মুহুর্তে ধামরাই পৌরসভার
এতদ্ অঞ্চলের অতিদরিদ্র করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে এ”এলাকায় জীবাণু নাশক দিয়ে পুরো মহল্লাকে জীবাণু নাশক করা সহ মাস্ক, সাবান ব্লিচিং পাউডার বিতরণ ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য ক্লাব সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনা মেনে তরঙ্গ ক্লাব এর সদস্যগন সচেতনতামূলক লিফলেট, মাস্ক, সাবান, বিতরণ শেষে জীবাণুনাশক দিয়ে পুরু মহল্লায় ছিটিয়ে জীবানু নাশ করেন।
মানবতার সেবায় তরঙ্গ ক্লাব সবসমর এ”এলাকার সকল মানুষের পাশে ছিল,পাশে আছে আগামীতে থাকবে। অভিষেক পাল (শিতল) ও নিঝুম পাল জানান দেশের এই ক্রান্তিকালে আমাদের ক্লাব থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা আন্তরিক ভাবে পালন করতে প্রস্তুত আছি । এ’কর্মসূচিতে উপস্হিত ছিল দুর্জয় পাল, প্রিতম পাল,হৃদয় পাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ