আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাকু এর ত্রান বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু).
নিজস্ব প্রতিবেদক   

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা বেকার নিম্ন আয়ের
পাঁচ শতাধিক জনসাধারনের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরন করেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন (সাকু)।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু,১ কেজি সুজি ও অন্যান্য উপকরণ।

বুধবার (৮ই এপ্রিল) ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু) তার ব্যক্তিগত উদ্যোগে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে অবস্হান করার কারণে কর্মহীন হয়ে পড়া বেকার অসহায় অসচ্ছল পাঁচ শতাধিক মানুষের মাঝে ধামরাই ইসলামপুর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করেন ।
এ’সময় উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক সাকু বলেন সারাবিশ্বে করোনা মহামারীতে রপ নিয়েছে।
এর কারণে নিম্নআয়ের মানুষ খুব কষ্টে আছে। তাই আমি ভাবলাম এমুহূর্তে কিছু করণীয় আছে। সে কারনে আসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। এ’কার্যক্রম আমার অব্যাহত থাকবে। সবাইকে স্বাস্থ্য সুরক্ষার সরকারি নির্দেশ মেনে চলার জন্য আহবান জানান। সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার জন্য অনুরোধ রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ