আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

কুয়েত প্রবাসী মোঃ শহীদু্ল্লাহ নিজ উদ্যােগে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

আব্দুল জলিল মিয়া সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

 

 

লক্ষীপুর ইউ/পি সদস্য মোঃ গোলাম মোস্তফা ছোট ভাই কুয়েত প্রবাসী মোঃ শহীদু্ল্লাহ নিজ উদ্যােগে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বুধবার (০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে লক্ষীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের চানপুর চকিরঘাট এলাকায় গ্রাম বাসিদের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়৷

এসময় প্রায় ২৩০ জন হতদরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য চাল, ডাল, আলু, তেল ও ইত্যাদি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় লক্ষীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে দিনমজুর খেটে খাওয়া মানুষদের নিজ বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে। আপনারা ঘরে থাকুন মাননীয় প্রধানমন্ত্রীর আহবান। করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা সচেতন থাকুন বার বার সাবান দিয়ে ২০ সেকেন্ড ভালো করে হাত ধুয়ে ফেলবেন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন। এবং আরো বলেন আমার ছোট ভাই মোঃ শহীদুল্লাহ নিজ উদ্যােগে এই খাদ্য গুলো আপনাদের মাঝে বিতরন করেন আর আমার ছোট ভাই এর জন্য আপনারা সবাই দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন-লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমিরুল হক বলেন কুয়েত প্রবাসী শহীদুল্লাহর মত সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ