হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে ও সরকারি নির্দেশনা মোতাবেক দোকান পাট বন্ধে সাড়শি অভিযানে নেমেছে অরুয়াইল পুলিশ ফাড়ি।
আজ ৮ এপ্রিল বুধবার সকাল ১০ টার সময় সরাইল উপজেলার অরুয়াইল বাজারের দোকান পাট বন্ধে সাড়শি অভিযান পরিচালনা করেন অরুয়াইল পুলিশ ফাড়ির আইসি মোঃ কামরুজ্জামান। তিনি কঠোর হুশিয়ারীর মাধ্যমে বন্ধ করে দেন সরকার নির্দেশিত দেকান ব্যতিত অন্যন্য দোকান পাট। পাশাপাশি বাজারে কিছু অপ্রোয়জনীয় লোক এলোপাতারী ঘুরাফেরা করলে তাদেরকে বাজার থেকে বের করে দেন এবং বাড়িতে অবস্থানের কড়া হুসিয়ারী দেন।
অভিয়ান চলাকালিন সময়ে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবু তালেব, অরুয়াইল ইউনিয়ন যুবলীগ আহবায়ক মোঃ বোরহান উদ্দিন, অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন ও বাজার বনিক সমিতির সভাপতি ক্ষিরোদ চন্দ্র গোপ, সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান মেম্বার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ আল হাসান সহ পুলিশ ফাড়ির সদস্য বৃন্ধ।
অরুয়াইল পুলিশ ফাড়ির আইসি এস আই কামরুজ্জামান বলেন আজ আবার ২ টার সময় আমরা অভিযানে বের হবো তখন শুধু ঔষধের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা থাকলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।