আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ডি আই ইউ প্রথমআলো বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :

বন্ধুত্বের হাত প্রসারিত হউক মানব কল্যাণে”শিরোনামে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রথমআলো বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন। চলছে হাড় কাঁপানো শীত।

ছিন্নমুল নিম্ন আয়ের মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় মধ্যরাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালো “ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা”র বন্ধুরা। সোমবার (১৭ জানুয়ারি) রাতে সাভার,

আশুলিয়া ও মহানগরীর ধানমন্ডি এলাকায় অবস্থানরত বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে তারা কম্বল বিতরণ করে। বন্ধুসভার বন্ধুদের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলো ছিন্নমূল এসব মানুষ।

ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণে শীতার্ত অসহায় মানুষগুলো যেন তাদের বাঁচার নতুন আশা ফিরে পেয়েছে।  কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি হয়েছে ।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার  সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, সভাপতি  এহসানুল হক ফেরদৌস, সাধারণ সম্পাদক মুহতাদ মুমিন জুবায়ের ,সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দোলা,

যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাকিব,রিবাছ আল হাসান,অর্থ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক জাকিয়া ফাইরুজ  সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ, এছাড়াও সার্বিক সহোযোগিতায় ছিলো ড্যাফোডিল বন্ধুসভার সাধারণ বন্ধুরা ।

কম্বল বিতরণের সময়   ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার  সভাপতি এহসানুল হক ফেরদৌস বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠাণ্ডা , এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে , বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ-ব্যাধি।

অনেকেই হাসপাতালে আসলেও নেই তাদের শীতের পর্যাপ্ত পোশাক।তাই ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার এই ক্ষুদ্র প্রচেষ্টা তিনি জানান, শত মানুষকে সাহায্য করার জন্য একশত কম্বল, সাবান ও মাক্স নিয়ে বন্ধুরা হাজির হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ