আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুর সদরের ৫’শ কর্মহীন-দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ

 

মোঃমশিউর রহমান ইসাদ,
রংপুর প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় রংপুরেও বন্ধ করেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল রেস্তোরাঁ। এই অবস্থায় রংপুর নগরীতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর খেটেখাওয়া ও শ্রমজীবি মানুষেরা। রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের তিন জায়গায় কর্মহীন হয়ে পড়া এবং ভিক্ষুকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর পরিষদ মাঠে ৩০০ টি পরিবারের মাঝে, ১নং সরকারি প্রা:বিদ্যালয় মাঠে ১১০ জন পরিবারের মাঝে ও ফতেপুর এলাকায় ১শ পরিবারের মাঝে সরকারি তহবিল থেকে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী। এসময় তারা করোনা প্রতিরোধে সকলকে সচেতন করেন। এবং আরও সহোযোগীতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল রহমান, সাধারণ নজরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ