মোঃ ইসহাক গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
গোদাগাড়ী মডেল থানার উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ মঙ্গলবার প্রায় ১০০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন মডেল থানা পুলিশ ।
যারা এই খাদ্য সামগ্রী পেয়েছেন তাদের অনেকেই সরকার ও প্রশাসনের জন্য প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে দেখা যায়। এছাড়াও গোদাগাড়ী মডেল থানা পুলিশ দেশের এই ক্রান্তিলগ্নে সরকারি নির্দেশনা অনুযায়ী গোদাগাড়ী বাসীর প্রতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে উদাত্ত আহ্বান জানান।