আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে সরকারী নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৪৯৫০০ টাকা জরিমানা

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।

বাজার মনিটরিংয়ের সময় সরকারি আদেশ অমান্য করে মিষ্টির দোকান ও চায়ের দোকান খোলা রাখার জন্য ২ জনকে এবং চা স্টলে বসে আড্ডা ও দলবদ্ধ হয়ে অযথা ঘুরাঘুরির জন্য বাকী ২৫ জনকে মোট ৪৯৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, সরকারী আদেশ অমান্য করে দোকান এবং চা স্টলে বসে অযথা আড্ডা দেয়ার জন্য তাদেরকে জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভুইয়া, পাকশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,অরুয়াইল পুলিশ ফাড়ির আইসি এস আই কামরুজ্জামান, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব, অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গাজী মো. কাপ্তান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ