আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে যুব সংহতির খাদ্য সামগ্রী বিতরণ

 

মোঃ মশিউর রহমান ইসাদ,
রংপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় রংপুরেও বন্ধ করেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ হোটেল রেস্তোরাঁ। এই অবস্থায় রংপুর নগরীতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর খেটেখাওয়া ও শ্রমজীবি মানুষেরা। খেটে খাওয়া এসব মানুষ এখন অসহায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে রংপুর মহানগর জাতীয় যুব সংহতি।

সোমবার রাতে রংপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে মহানগর জাতীয় যুব সংহতি উদ্যোগে ১৫০ কর্মহীন ও অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরন করেন।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে জাতীয় পার্টির মহাসচিব ও রংপুর ১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপির নিজস্ব তহবিল থেকে ১৫০ কর্মহীন ও অসহায়, দুঃস্থ পরিবারের মানুষের মাঝে গরু মাংস ১ কেজি, আটা ও আলু চিনি ডেটল সাবান বিতরন করেন রাঙ্গা এমপি কন্যা মালিহা তাসমিন জুই ও রংপুর মহানগর যুব সংহতি সভাপতি শাহিন হোসেন জাকির।

এসময় সাবেক কাউন্সিলার নিজামুল হাসান বাদল জেলা জাতীয়পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, জাতীয় যুব সংহতি ১৮ নং ওয়ার্ডের সভাপতি নুর হোসেন সজল, সিনিয়ন সহ-সভাপতি আরিফুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস বাসার বাবু, মুফতি, রাতুল ও সুজনসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ